নন্দীগ্রামে নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত


“সময় এখন নারীর উন্নয়নের তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা চত্তরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত নারী উন্নয়ন মেলার বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) এর সংসদ সদস্য রেজাউল করিম তানসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শারমিন আখতার, উপজেলা চেয়ারম্যান মো: নুরুল ইসলাম মন্ডল, পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, প্যানেল চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন ফেরদৌস লিপি, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমিন, নির্বাচন কর্মকর্তা আশরাফ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: একরামুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান, মো: আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, আব্দুল বারী বারেক, নুর-মোহাম্মাদ, মশিদুল বারী প্রমূখ।
মোঃ মাসুদ রানা/এইচএইচ