নাগরপুরে ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের মান উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১১ পিএম, মঙ্গলবার, ১৫ মে ২০১৮ | ৪৬৭

টাঙ্গাইলের নাগরপুরে ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের মান উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলাবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তেবাড়িয়া কামিল মাদ্রাসার সুপার মাওলানা মো. অব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন।

মো. আবু দাউদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নাগরপুর কেন্দ্রীয় আলীম মাদ্রাসার অধ্যক্ষ মো. সালাম অনসারী, ইসলামাবাদ আলীম মাদ্রাসার অধ্যক্ষ গোলাম রব্বানি, ধুবড়িয়া আলিফ উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, গয়হাটা বেগম খোদেজা দাখিল মাদ্রাসার সুপার মো. ইব্রাহিম, কাশাদহ দাখিল মাদ্রসার সুপার দেওয়ান সামিস উদ্দিন, বাবনাপাড়া কেন্দ্রীয় দাখিল মাদ্রাসার সুপার আবু তালেব, এমপি পত্নী বেগম মমতাজ খন্দকার, সাবেক ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম মন্টু।

এ সময় উপজেলার সকল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।