কক্সবাজারে দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক-২

কক্সবাজার সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৮ পিএম, শুক্রবার, ৯ মার্চ ২০১৮ | ৪৫৩
 
কক্সবাজার জেলা সদর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ৮ মার্চ বিকাল ৩টার দিকে এসব ইয়াবা উদ্ধার করে। এসময় দুই নারীকে গ্রেফতার করে।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর থানাধীন গোলদিঘীরপাড় এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ৮ মার্চ বিকাল ৩টার দিকে মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্নিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী ১।

বিদ্যাধর (৫০), স্বামী-নির্মল ধর, গ্রাম-গুচ্ছগ্রাম, ২। কাজল ধর (৩০), স্বামী-দুলাল, গ্রাম-শিকদারপাড়া, উভয়থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’দেরকে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ২৯,৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ কোটি ৪৬ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা করা হবে।

 

জুনাইদ উদ্দিন/এইচএইচ