দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারোও নৌকা মার্কায় ভোট দিন - মমতাজ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫১ পিএম, সোমবার, ১৪ মে ২০১৮ | ৫৩০

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিন বলেছেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারোও নৌকা মার্কায় ভোট দিন।

বগুড়াকে শিল্প নগরী ঘোষনা করেছেন জননেত্রী শেখ হাসিনা। দেশের মানুষের কল্যানে সর্বক্ষণ নিজেকে নিয়োজিত রেখেছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা। বগুড়ার নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ি কলেজ পাড়া ও খরনা পাড়ার শুভ বিদ্যুতায়নের উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আজ সোমবার বিকেলে হাটকড়ি কলেজ পাড়া মাঠে সাবেক ইউপি সদস্য বাসুদেবর সভাপতিত্বে ৪৮ পরিবারের মাঝে শুভ বিদ্যুতায়নের অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, উপ-দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, সমাজ কল্যাণ সম্পাদক আখতারুজ্জামান ডিউক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আনিছুর রহমান, পল্লী বিদ্যুতের এ জি এম রেজাউল করিম, এতে আরো বক্তব্য রাখেন ভাটরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, মিজানূর রহমান মাছুম, কৃষকলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর আলম বাদশা প্রমৃখ। এরপর প্রধান অতিথি বৈদ্যতিক লাইট জ্বালিয়ে বিদ্যুত সংযোগের শুভ উদ্ধোধন করেন।