কালেক্টরের ২৪৬ বছর পূর্তি উপলক্ষে টাঙ্গাইলে জেলা প্রশাসনের আলোচনা সভা


ইতিহাস ও ঐতিহ্যের পদচারণায় কালেক্টরের ২৪৬ বছরের গৌরবময় পদচারণায় টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ মে সোমবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টা
ঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন এর সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ অতুল মন্ডল, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান প্রমুখ।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনার পূর্বে ব্রিট্রিশ আমলে কালেক্টরের শাসন ব্যবস্থার উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।