প্রধানমন্ত্রীকে মির্জাপুরের মুক্তিযোদ্ধাদের অভিনন্দন


বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপনের জন্য টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে এই অভিনন্দন জানানো হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক কমান্ডার সিদ্দিকুর রহমান, সাবেক ত্রান ও সমাজকল্যান কমান্ডার আব্দুল লতিফ মিয়া, উয়ার্শী ইউনিয়ন কমান্ডার রায়হান মোল্লা, মহেড়া ইউনিয়ন কমান্ডার জহির উদ্দিন, জামুর্কী ইউনিয়ন কমান্ডার উছমান মল্লিক প্রমুখ।
বক্তারা প্রথমবারের মত মাহাকশে বাংলাদেশের অবস্থান তৈরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুমিকার প্রশংসা করেন। দেশের যেকোন উন্নয়নমুলণক কাজের উদ্যোগ থেকে শুরু করে তার সফল বাস্তবায়নে মুক্তিযোদ্ধারা সবসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকবে বলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।