মির্জাপুরে এক পেপার মিল ও দুই ইটভাটায় তিন লক্ষ টাকা জরিমানা


টাঙ্গাইলের মির্জাপুরে ইটিপি না থাকায় মহেড়া পেপার মিল এবং কাঠ পোড়ানোর দায়ে দুটি ইটভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার দুপুরে উপজেলার কোট বহুরিয়া এলাকায় অভিযানকালে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মো. জুবায়ের হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সজিব কুমার ঘোষ।
জানা গেছে, পরিবেশ দুষণ রোধে উপজেলার কোট বহুরিয়ায় অবস্থিত মহেরা পেপার মিলে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট(ইটিপি) ব্যবহার না করা এবং ইটভাটায় কাঠ পোড়ানোর খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
এ সময় মহেড়া মিল মালিককে এক লক্ষ এবং হাবিব ব্রিকস ও কালাম ব্রিকসের মালিককে এক লক্ষ টাকা করে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন,আমাদের চারপাশের পরিবেশ আমাদেরকেই রক্ষা করতে হবে। জনস্বার্থে, এ অভিযান অব্যাহত থাকবে।