ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত


শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১৫জানুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে মাসিক আইন শৃঙ্খখলা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিমের সভাপতিত্বে সভায় উপজেলার আইন শৃঙ্খলার সন্তোষ প্রকাশ করে বক্তব্য রাখেন, ওসি বিপ্লব কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, কৃষি কর্মকর্তা আঃ আওয়াল, র্দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সদস্য আয়শা সিদ্দিকা রুপালী, ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, হাবিবুর রহমার মন্টু, আইয়ুব আলী ফর্সা, জহুরুল হক ,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ আলম, ঝিনাইগাতী প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম রব্বানী টিটু, সাংবাদিক এম মোকাদ্দেস আলী প্রমুখ ।
উল্লেখ্য যে, একই সভায় উপজেলার চোরাচালান, জঙ্গি ও নাশকতা প্রতিরোধের সভাও অনুষ্ঠিত হয় ।