ফুঁসে ওঠেছে কালিহাতীর যুবদল ! বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮ | ৫৫৬

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কোকডহরা ইউনিয়ন শাখা কমিটি বিলুপ্তি ঘোষনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রেখে ফুঁসে ওঠেছে কোকডহরা ইউনিয়ন যুবদল ।

১৫ জানুয়ারি বিকাল ৫ টায় কোকডহরা ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি কোকডহরা ইউনিয়নের উৎরাইল বাজার থেকে শুরু করে বলধী বাজারে গিয়ে শেষ হয় ।

পরে কোকডহরা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কোকডহরা ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক দিলীপ সরকার, কোকডহরা ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাসমত আলী, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোজাম্মেল হোসেন, ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ছানোয়ার হোসেন, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইমরান হোসেন, ১ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক ইয়ানুর হোসেন, ৬ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক হারুন মিয়া, ৭ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক রহিম মিয়া, ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক আরিফ হোসেন প্রমুখ ।

সমাবেশে বক্তারা বলেন, কোকডহরা ইউনিয়ন যুবদল একটি শক্তিশালী ও সু-সংগঠিত দল । একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিছু কুচক্রী মহল শক্তিশালী সংগঠনগুলোকে ষড়যন্ত্রমূলকভাবে বিলুপ্তি ঘোষনা করতেছে ।

বক্তারা এর তীব্র প্রতিবাদ জানিয়ে আরো বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে কোকডহরা ইউনিয়ন যুবদলের বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষনা প্রত্যাহার করা না হলে কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মতিন ও তার অনুপস্থিতিতে দায়িত্বরত সিনিয়র সহ-সভাপতি শুকুর মাহমুদ, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক মোজাম্মেল হক হিরো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কালিহাতী উপজেলা শাখার আহবায়ক শামীম আল মামুন মুকুলকে কোকডহরায় অবাঞ্চিত ঘোষনা করা হবে ।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি কালিহাতী উপজেলা যুবদলের আহবায়ক শামীম আল মামুন মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কোকডহরা ইউনিয়ন যুবদলের বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষনা করেন ।