মির্জাপুর বালিকা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরন অনুষ্ঠান

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২১ পিএম, বুধবার, ৯ মে ২০১৮ | ৬৬৬

মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠান হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

বার্ষিক পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য হযরত আলী মিঞার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, সহকারী কমিশনার (ভুমি ) মো. আজগর হোসেন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন প্রমুখ।

পরে জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।