ঝিনাইদহ র‌্যাব-৬’র সফল অভিযানে

ঢাকাগামি কোহিনুর পরিবহনে ফেন্সিডিল ও মদ উদ্ধার আটক ৩

ঝিনাইদহ সংবাদাতা
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, রোববার, ৬ মে ২০১৮ | ৪৯২

ঝিনাইদহের মহেশপুরে ৩১৪ বোতল ফেন্সিডিল ও ১৭ বোতল মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আটককৃতদের মধ্যে একজন নারী ও দু’জন পুরুষ। আটকদের মধ্যে ইব্রাহিমের বাড়ি মহেশপুরে হাকিমপুরে ও রফিকুলের বাড়ি গোয়ালহুদা গ্রামে। এছাড়া আটক অন্তরা বেগম যশোর চৌগাছা উপজেলার আন্দলবাড়িয়া গ্রামের শফিকুল মোড়লের স্ত্রী।

রোববার সকালে এগুলো উদ্ধার করা হয়। মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি দল উপজেলার নওদাগ্রাম এলাকায় ঢাকাগামি কোহিনুর পরিবহনে অভিযান চালায়।

এসময় বাস থেকে ইব্রাহিম, রফিকুল ও অন্তরা বেগম নামে তিনজনকে আটক করে। এসময় তাদের কাছে থাকা ৩১৪ বোতল ফেন্সিডিল ও ১৭ বোতল মদ উদ্ধার করে। রোববার সকালে মহেশপুর থানায় উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য জমা দেয় র‌্যাব।