শিবগঞ্জে বড় ভাইয়ের হাতে সাংবাদিক আহত

খালিদ হাসান,বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৮ পিএম, রোববার, ৬ মে ২০১৮ | ৪১৫

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের বেধড়ক মারপিটে আহত হয়েছে সংবাদকর্মী জাবিউর রহমান হিমু। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

শনিবার (০৫মে) সকাল ৯টার দিকে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের চাঁদনিয়া গ্রামের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। হিমু ওই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ও দৈনিক আজকালের খবর ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তর কোণে শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়রা জানান, চাঁদনিয়া শিবগঞ্জ গ্রামের তাঁর বসত বাড়ির জায়গা নিয়ে বড় ভাই জগলুর রহমান ভোলো ও তার জামাই শামীম সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এ ঘটনার জের ধরে শনিবার সকাল ৯টার দিকে ভোলো ও তার জামাইসহ ৮/১০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠি শোটা নিয়ে হিমুর ওপর হামলা করে বেধরক মারপিট করে।

এতে করে সাংবাদিক হিমু লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পরে। এসময় তার ছোট ভাই সাবু মিয়া তাকে উদ্ধার করতে এগিয়ে এলে তাকেও মারপিট করে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) জাহিদ হোসেন মণ্ডল জানান, এ বিষয়ে ৫ জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ পাওয়া গেছে।