সখীপুরে ইয়াবাসহ কলেজ ছাত্র গ্রেফতার


টাঙ্গাইলের সখীপুরে ইয়াবা বিক্রির সময় আনিসুর রহমান (১৮) নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার উপজেলার কুতুবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আনিসুর রহমান স্থানীয় বড়চওনা কুতুবপুর কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র এবং ওই এলাকার তুলা মিয়ার ছেলে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী বলেন, ইয়াবা বিক্রির সময় আনিসুরকে গ্রেফতার করে শনিবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।