মির্জাপুরে ডাকাত গ্রেফতার


টাঙ্গাইলের মির্জাপুরে থানা পুলিশের অভিযানে ০৯ মামলার আসামী ডাকাত ও ছিনতাইকারী সেলিম (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
মির্জাপুর থানায় নবযোগদানকৃত অফিসার ইনচার্জ এ. কে. এম. মিজানুল হকের নির্দেশে সোমবার দিবাগত রাত্রি প্রায় ২.১৫মিনিটের দিকে থানা পুলিশের এস. আই নূর মোহাম্মদ ও এ. এস. আই জহির আলমের নেতৃত্বে আসামীর নিজ বাড়ি পৌরসদরের পুষ্টকামুরী মধ্যপাড়া থেকে গ্রেফতার করেন।
পুলিশ সুত্র জানিয়েছেন, আটককৃত আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক থেকে বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই , ডাকাতি ও মাদক সেবন এবং মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো। মঙ্গলবার সকালে তাকে টাঙ্গাইল জেলা কোর্টে চালান করা হয়েছে।