টাঙ্গাইলে আর্ন্তজাতিক ফায়ার ফাইটার্স ডে-২০১৮ অনুষ্ঠিত


‘অগ্নি নির্বাপণ অপেক্ষা অগ্নি প্রতিরোধ উত্তম’ এই স্লোগানকে সামনে রেখে আজ টাঙ্গাইলে আর্ন্তজাতিক ফায়ার ফাইটার্স ডে-২০১৮ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মে শুক্রবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল,কাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলী জিন্নাহ্ প্রমুখ।
এসময় নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।