ধনবাড়ীতে ১০ টাকা কেজি’র চাল বিতরণ

ধনবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১১:২১ পিএম, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ | ৫২০

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগনে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের মাঝে সরকারের দেওয়া দশ টাকা কেজি মূল্যের চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের গংঙ্গাবর বাজারে ৩৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে দশ টাকা কেজি মূল্যে চাল বিক্রি করা হয়।

চাল বিতরন কার্যক্রম উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, এসময় উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক খলিলুর রহমান, সাংবাদিক হাফিজুর রহমান, ডিলার আব্দুল মালেক, মোজ্জাম্মেল হক মেম্বার সহ অন্যান্যরা।