মৃত ও পচা গরুর মাংস বিক্রিতে

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযানে জরিমানাসহ আটক -২

জুনাইদ উদ্দিন, কক্সবাজার সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮ | ৫৯৪
চকরিয়ায় মৃত ও পচা গরুর মাংস বিক্রিতে ৫০ হাজার টাকা জরিমানা ও (কসাই)- ২ জনকে আটক করেন।
 
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে চকরিয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এর নেতৃত্বে চকরিয়া লক্ষ্যাচর ইউনিয়নের শিকলঘাট  এলাকায় স্থানীয় জনতা ও জনপ্রতিনিধিদের   সহায়তায় অভিযান চালিয়ে মৃৃত ও পচা গরুর মাংস বিক্রয়ের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ২ মাংস বিক্রেতাকে।
 
এইদিকে গত ১ মে চলমান অভিযানে চকরিয়ায় অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রির অভিযোগে উপজেলার বিজ্ঞ  নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে  ভ্রাম্যমান  আদালতের অভিযান চালানো হয়। অভিযানকালে ৩ মাংস বিক্রেতাকে ( কসাই) ৪ হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়