উন্নয়নে বৈষম্যের স্বীকার কক্সবাজার চকরিয়া উপজেলাধীন ঢেমুশিয়া ইউনিয়ন


দীর্ঘ ১৭ বছরেও সংস্কার হয়নি ঢেমুশিয়ার প্রধান ও একমাত্র জন চলাচলের গুরুত্বপূর্ণ ইলিশিয়া টু ঢেমুশিয়া সড়ক।
কার্পেটিং রাস্তার উপর হাটু সমান কাঁদা।ঝরাঝীর্ণ সড়ক সীমাহীন দূর্ভোগে ঢেমুশিয়াবাসী।বৃষ্টি নামলেই আতংকে থাকে সংশ্লিষ্ট এলাকাবাসী সড়কের বেহাল অবস্হা দেখে মনে হয় চাষের জমি।
এই বিষয়ে উক্ত এলাকার বাসিন্দা পানি উন্নয়ন বোর্ডের চাকুরীজীবী ফোরকান বলেন,দীর্ঘ ১৭বছর সড়কটি সংস্কার না করে সড়ক ও জনপদ বিভাগ ঢেমুশিয়ার জনগোষ্ঠীর সাথে নিষ্ঠুর আচরন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেন।মাতামহুরী ছাত্রলীগের সহ-সভাপতি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা আসফি বলেন,আমরা সড়কের বেহাল অবস্হা অবগত ও সংস্কার চেয়ে শীঘ্রাই মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর যথাযত কতৃপক্ষের মাধ্যমে সম্মারকলিপি প্রদান করবো এবং দ্রুতে সড়কটি সংস্কার ব্যাবস্হা গ্রহনের জন্য সড়ক ও জনপদ বিভাগের প্রতি জোর দাবি জানাচ্ছি।