নন্দীগ্রামে মহান মে দিবস পালিত

মো: মাসুদ রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৮ পিএম, মঙ্গলবার, ১ মে ২০১৮ | ৪১৮

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো: জহুরুল ইসলাম (টিপু) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল । এতে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন ফেরদৌস লিপি, উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর প্রধান উপদেষ্টা মো: শাবান আলী, উপদেষ্টা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: ফজলুর রহমান, সাংবাদিক আব্দুল বারিক, বিশিষ্ঠ ব্যবসায়ী মো: ফজলুর রহমান, সাংবাদিক আব্দুল বারিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: তুহিন আহম্মেদ, উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক মো: শরিফুল ইসলাম, প্রধান নির্বাচন কমিশনার মাহবুব আলম মিলু প্রমূখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সহ-সাধারন সম্পাদক মিজানুর রহমান।