মাদক-বাল্য বিবাহ রোধ ও নারীর অগ্রগতির লক্ষ্যে সিংড়ায় সচেতনতামূলক সভা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১২ পিএম, বুধবার, ৮ জানুয়ারী ২০২০ | ৭১৮

মাদক-বাল্য বিবাহ রোধ এবং নারীর অগ্রগতি ও উচ্চ শিক্ষায় ইচ্ছা শক্তি বৃদ্ধির লক্ষ্যে নাটোরের সিংড়ায় মোটিভেশনাল স্পিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় বিলহালতী ত্রিমোহনী অনার্স কলেজের শিক্ষার্থীদের নিয়ে এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে স্টুডেন্ট মোটিভেশনাল এসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয় নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিলহালতী ত্রিমোহনী অনার্স কলেজের অধ্যক্ষ মো. মকছেদ আলী প্রামাণিক। বক্তব্য রাখেন ভূগোলের সহকারী অধ্যাপক আখতারুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনের সভাপতি মো. রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক কাজী আবুল কালাম, সহ-সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, শিক্ষা ও গবেষণা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোছা. জান্নাতুল ফেরদৌস, খন্দকার নাসিম প্রমূখ।

স্টুডেন্ট মোটিভেশনাল এসোসিয়েশন সাধারণ সম্পাদক কাজী আবুল কালাম জানান, “এসো আলোকিত হই” এই শ্লোগান নিয়ে দীর্ঘদিন ধরে সংগঠনটি মাদক-বাল্য বিবাহ রোধ ও নারীর অগ্রগতি সহ বিভিন্ন সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় নাটোর জেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি গ্রহন করা হয়েছে।