কালিহাতীতে জঙ্গী সদস্যদের অস্ত্র সরবরাহকারী

রাজিব বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আটক

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭ | ৮০৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মসিন্দা গ্রামের বোরহান উদ্দিন ওরফে রাজিব (৩০) কে একটি নাইন এমএম বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ আটক করেছে টাঙ্গাইল র‌্যাব-১২।

সে উপজেলার এলেঙ্গা পৌরসভার চিনামুড়া মধ্যপাড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে। সোমবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার বীনা রাণী দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর রোববার গভীর রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী বোরহান উদ্দিন ওরফে রাজিবকে একটি নাইন এমএম বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে।

আটককৃত রাজিব এলেঙ্গা থেকে আটককৃত দুই জঙ্গি মরহুম সৈয়দ আবুল হাসান চিশতীর ছেলে মাজহারুল ইসলাম খোকন(২৭) ও সৈয়দ নুরুল হুদা মাসুম(৩০) কে নিয়মিত অস্ত্রসরবরাহ করত বলে স্বীকার করেছে।

র‌্যাব কমান্ডার আরো জানান, আটককৃত শীর্ষ সন্ত্রাসী রাজিবের বিরুদ্ধে গাজীপুর জেলার জয়দেবপুর,টঙ্গী,টাঙ্গাইল মডেল থানা ও কালিহাতী থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও আদালতে ৭টি মামলা বিচারাধীন রয়েছে। তিনি জঙ্গিদের সাথে সম্পৃক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান র‌্যাব কমান্ডার।