বাসাইলের বাসুলিয়া সম্ভাবনাময় এক নতুন পর্যটন কেন্দ্র

বাসাইল সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭ | ১১৩২

টাঙ্গাইলের বাসাইল উপজেলার একমাত্র বিনোদন ও পর্যটন কেন্দ্র খ্যাত বাসুলিয়া ভ্রমাণপিপাসুদের আগমনে মুখরিত হয়ে ওঠেছে।

উপজেলার পূর্বাঞ্চলে কুমারজানী, ঢংপাড়া,মিরিকপুর ও হান্দুলী গ্রাম বেষ্টিত বর্ষার প্রাকৃতিক দৃশ্য যেন ছবির মতো পটে আঁকা। প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকছে! কি বৃষ্টি, কি রোদ, বাধা উপেক্ষা করেই ছুটছেন সবাই।

সারা বছর এই পর্যটন এলাকায় দর্শকদের ভীর কম থাকলেও বর্ষায় যেন প্রকৃতির এক আদর মাখা সুভহিত রুপ মেলে ধরে এই বাসুলিয়াতে। স্পটগুলো শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিদের সৌন্দর্য পিপাসু ও প্রকৃতি প্রেমীদের পদচারণায় মুখরিত থাকে।

ঈদুল ফিতর ও ঈদুল আযহা ও শারতীয় দূর্গা উৎসবে দৃষ্টি নন্দনস্থান এই বাসুলিয়া মানুষের মিলনমেলায় পরিণত হয়। এবারও তার ব্যাতিক্রম হয়নি। এখানে আসা পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হলো বিলের মাঝখানের হিজল গাছ। কত বছর পূর্বে কোথায় থেকে এসেছে এই গাছ তা কেউ সঠিক করে বলতে পারে না। কথিত আছে বর্ষায় পানি বাড়ার সাথে সাথে এই গাছও নাকি বৃদ্ধি পায়।

কেউ মোটরসাইকেলে, কেউ সিএনজি, কেউ আবার কেউ ইঞ্জিন চালিত নৌকায় করে ঘুরতে আসেন। বাসুলিয়ার নয়নাভিরাম, নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ অনেকেই ঐসব স্থানে গিয়ে তুলছেন সেল্ফি আর অনেকেই একান্তে বসে থাকেন তার প্রিয় মানুষটির সাথে আবার অনেকেই মেতে উঠেন জম্পেষ আড্ডায়।


স্থানীয় এলাকাবাসী জানান, সবার আকর্ষণ বাসুলিয়ার হিজলগাছ । বর্ষায় এই বাসুলিয়া এক বিশাল সমুদ্রের ন্যায় রুপ ধারণ করে আর শীতের সময় সবুজে ভরা সোনালী ধানের শীষ , এ যেন প্রকৃতির এক মায়াবি হাত ছানি ।

দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা উপভোগ করেন প্রকৃতিক এসব সৌন্দর্য। উপজেলা শহর থেকে মাত্র তিন কিলোমিটার দুরে এর অবস্থান । কিন্তু এখানে দর্শনার্থীদের জন্য ভাল কোন রেষ্টুরেন্ট নেই । ঘরতে আসা মানুষ কে তাই পরতে হয় বিড়ম্বনায়।

ঈদে ও ছুটির দিনে এখানে প্রাকৃতিক সৌর্ন্দয়ের টানে হাজার হাজার পর্যটক আসেন। ইতিমধ্যেই বাসাইলের বাসুলিয়া সম্ভাবনাময় এক পর্যটন কেন্দ্র হিসাবে টাঙ্গাইল জেলার বিভিন্ন অঞ্চলে সমাদৃত হয়েছে। এই স্থানটিকে সরকারী পৃষ্টপোষকতায় একটি স্থায়ী পর্যটন কেন্দ্রে পরিনত করা হলে স্থানীয় জনসাধারনের জীবন যাত্রার মান যেমন উন্নত হবে তেমনী ভাবে স্থানীয় বেকারদের অনেকেরই কাজের সুযোগ সৃষ্টি হবে।