সাপাহারে বজ্রপাতে গৃহবধু নিহত আহত-৩

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৭ পিএম, রোববার, ২৯ এপ্রিল ২০১৮ | ৬০০

নওগাঁর সাপাহারে বজ্রপাতে এক গৃহবধু নিহত স্বামীসহ আহত হয়েছে ৩ জন।

জানাগেছে,রবিবার বেলা ৮ ঘটিকার সময় নিজ বাড়িতে রান্নার কাজে নিয়োজিত থাকা অবস্থায় প্রাকৃতিক দূর্ঘটনা বজ্রপাতে উপজেলার শিমুলডাঙ্গা রামাশ্রম গ্রামের সোনাভান(২২)নামের এক গৃহবধু নিহত হয়।

নিহতের স্বামী রুবেল হোসেন(২৮) ওই বাড়িতে আশ্রয় নেওয়া কল্যাণপুর গ্রামে সালেহা বিবি (৪২),ও রাজু(১২) নামের ২ জন আহত হয়। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ নিহতের ঘটনাটি নিশ্চিত করেছে।