কালিহাতীতে শহীদ শফি সিদ্দিকীর ২২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে

দোয়া মাহফিল ও স্বরণসভা অনুষ্ঠিত

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২০ পিএম, রোববার, ১০ সেপ্টেম্বর ২০১৭ | ৫৮০

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক তুখোর ছাত্র নেতা শহীদ শফি সিদ্দিকীর ২২ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে দোয়া মাহফিল ও স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।

১০ সেপ্টেম্বর শহীদ শফি সিদ্দিকী স্মৃতি সংসদ এর আয়োজনে পাথালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ শফি সিদ্দিকী স্মৃতি সংসদের সভাপতি রকিবুল হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে দোয়া মাহফিল ও স্বরণসভা বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, এফবিসিআই এর পরিচালক আবু নাসের, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মোল­া, যুগ্ম-সম্পাদক এ.বি.এম নুরুল আলম খসরু, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, বাংড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান শুকুর মাহমুদ, বাংড়া ইউনিয়ন আওয়ামীগের সভাপতি মোখলেছুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান তুহিন প্রমুখ।

বক্তরা শহীদ শফি সিদ্দিকীর খুনিদের অবিলম্বে বিচারের দাবী জানান।
স্বরণসভা পরিচালনা করেন শহীদ শফি সিদ্দিকী স্মৃতি সংসদের সাধারন সম্পাদক মিজানুর রহমান। এর আগে শহীদ শফি সিদ্দিকীর স্বরণে একটি শোকর‌্যালী অনুষ্ঠিত হয় ।