টাঙ্গাইলে সাধু সংঘের আহবায়ক কমিটি গঠন


লালন সাইঁজির ভাবধারা নিয়ে ২০১৫ সালের ৬ জানুয়ারীতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া বাজারে কেন্দ্রিয় সাধুসংঘ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। যার প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম।
বিভিন্ন আদ্ধ্যাত্বিক, তাত্বিক চিন্তা চেতনামূলক সাধু, পীর-মাশায়েখ, পাগল, গোসাঁই, বাউল ও লালন সাইজিঁর ভক্তবৃন্দদের নিয়ে সংগঠনটি খুব দ্রæত এগিয়ে যাচ্ছে।
২৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত কেন্দ্রীয় সাধু সংঘের আয়োজনে এক সমন্নয় সভায় সাধু সংঘের কমিটি বিলুপ্তি ঘোষনা করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সভায় সর্ব সম্মতিক্রমে হরিমোহন পালকে আহবায়ক ও রেজাউল করিমকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট্য একটি কমিটি গঠন করা হয়েছে। সমন্নয় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, কেন্দ্রিয় সাধুসংঘের সাধু আব্দুল মজিদ, সাধু রবীন্দ্র নাথ কর্মকার ও কালিহাতী প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সন্মানিত সদস্য সোলায়মান খান। এ সময় আরোও উপস্থিত ছিলেন, সাধু শ্রীদাম গোসাঁই, গোবিন্দ গোসাঁই, বিজন গোসাঁই প্রমূখ।