শাজাহানপুরে খন্দ রাস্তা সংস্কার হবে কবে, প্রশ্ন


খানিক আগে দাদুর হাতে ছাড়িয়ে দৌড়তে গিয়ে রাস্তায় পড়ে গিয়ে হাঁটু ছড়েছে নাতির। সেই রাগে গজগজ করতে করতে কাঁচা রাস্তা ধরে চলেছেন দাদু। অস্ফুট স্বরে বলেন, ‘‘আশাপাশে রাস্তা একে একে পাকা হয়ে গেল। কিন্তু পড়ে মরতে এটা যে কেন হল না বুঝতে পারছি না।’’ তাঁর ক্ষোভ, কবে থেকে শুনে আসছেন রাস্তা পাকা হবে। কিন্তু কবে হবে কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।
বগুড়ার শাজাহানপুরের শাবরুল বন্দরের কারিগড়পাড়া-আস্তান শরীফ মাজার পর্যন্ত যাতায়াতের অন্যতম রাস্তায় যানবাহন চলাচল দুরূহ হয়ে পেড়েছে। সেই রাস্তা আজ মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে গ্রামের মানুষের। এ বর্ষা মৌসুমে এই পথে চলতে সাধারণের যারপর নেই ভোগান্তি পোহাতে হচ্ছে। সারা রাস্তা খানাগর্তে ভরা।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রাস্তাটি ঠিক হলে সহজে গন্তব্যে পৌঁছনো যেত। কিন্তু বর্তমানে হেঁটে চলাও যাচ্ছে না। রাস্তা দেখে মনেই হবে না এটি মানুষ চলাচলের কোন রাস্তা। ‘‘রাস্তা দিয়ে ঠিক মতো সাইকেল চালানো যায় না। মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে। বর্ষার সময়ে তো রাস্তায় পা-ই দেওয়া যায় না।’’
একই কথা শুনিয়ে আরও এক বাসিন্দা বলেন, ‘‘শুধু রাজনীতি বুঝলেন। উন্নয়নেও রাজনীতি। আমার অনুরোধ রাজনীতি সরিয়ে রেখে রাস্তাটি যেন সংস্কার করা হয়।’’ কেন রাস্তাটি সংস্কার করা হচ্ছে না?
স্থানীয় ইউপি সদস্য জানান, রাস্তাটি সংস্করণের তালিকায় দেওয়া হয়েছে। কিন্তু সে কথায় কেউ কান দিচ্ছে না। গ্রামের লোকজন রাস্তাটি সংস্কার করার জন্য বলছেন। তিনি বলেন, ‘‘রাস্তাটি এতটাই খারাপ হয়ে পড়েছে যে চলা দায়। তাই গ্রামবাসীদের দাবি সঙ্গত। কিন্তু তা কাজে আসছে কই।’’
এ রাস্তার দ্রুত প্রতিকারের দাবিতে এলাকার তরুণরা শাবরুল বাজারে মানববন্ধনও করেছে। এ বিষয়ে ১নং আশেকপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম বলেন, রাস্তাটি সংস্করণের তালিকায় দেওয়া হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।