সখীপুরে ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৬ পিএম, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ | ৪৫৫

টাঙ্গাইলের সখীপুরে ভাষা শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস’র) উদ্যোগে উপজেলার হাতিবান্ধা গ্রামের তালিম ঘর প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রায় তিন হাজার দরিদ্র সাধারণ এবং চিকিৎসা সুবিধাবঞ্চিত রোগী বিভিন্ন বিভাগে বিনামূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণ করেছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াও এসব রোগীদের প্রয়োজনীয় ল্যাব টেস্ট এবং ওষুধপত্র বিনামূল্যে বিতরণ করা হয়।

ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম (ভিপি) জোয়াহের।

ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

স্বাগত বক্তব্য রাখেন ক্যাস্পাসের সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হারিসুল হক।

এসময় এমপি বলেন এরুপ মানবিক আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সমাজের প্রত্যেক ক্যাম্পাস এর মত মানবিক কর্মকান্ডে নিজেদেও সাধ্যমতো অবদান রাখা উচিত। ব্যক্তি উদ্যেগে এসব স্বেচ্ছাসেবী ও মানবিক কর্মকান্ডে সরকারী ও বিত্তবান শ্রেণীর মানুষদেও সহযোগিতা খুব দরকার।

জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন,সখিপুরবাসী ভাগ্যবান এই জন্য যে তারা অধ্যাপক ডা. এম এ সামাদের মতো একজন দেশপ্রেমিক সমাজসেবক পেয়েছেন।আমাদের দেশে রোগ ও রোগী সংখ্যা বেড়েই চলেছে তাই চিকিৎসার চেয়ে,রোগ প্রতিরোধের দিকে বেশী গুরুত্ব দিতে হবে।

দেশের শীর্ষস্থানীয় কিডনি বিশেষজ্ঞ এবং ক্যাম্পস’র চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ সামাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সবার জন্য কিডনি স্বাস্থ্য সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের কিডনি, হার্ট, গ্যাস্ট্র এন্ট্রোলজি, গাইনি, অর্থোপেডিক, ডায়াবেটিস, নাক-কান-গলা, মেডিসিন, ডেন্টাল, বাতব্যাথা প্যারালাইসিসসহ সকল বিভাগে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এছাড়াও তিন শতাধিত চক্ষু রোগীদের চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এরপর প্রয়োজনীয় রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, রক্তের ক্রিয়েটিনিন পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, আলট্রাসনোগ্রাম ও ইসিজি বিনামূল্যে সম্পন্ন করা হয়।

ক্যাম্পাস প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডাঃ এম  এ সামাদের সভাপতিত্বে বিশেষ  ছিলেন,কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মো. আব্দুল হালিম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. আওলাদ হোসেন সুমন,শিক্ষা অডিট অধিদপ্তরের পরিচালক মো. আমিমুল এহসান কবির, সখিপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম,সখিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রহুল আমিন মুকুল প্রমুখ।