বগুড়ায় ৬ বছ‌রের শিশু‌কে ধর্ষণ কর‌লো কি‌শোর

বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ১০:৩২ এএম, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮ | ৫০৯
বগুড়ার শিবগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ ক‌রে‌ছে শান্ত না‌মের এক কি‌শোর। বুধবার (২৫ এ‌প্রিল) বিকা‌লে উপ‌জেলার সৈয়দপুর ইউ‌নিয়‌নের গোকুল পুর গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। 
 
স্থানীয় সূ‌ত্রে জানা যায়, ঐ এলাকার আবু তালেবের শিশুকন্যা বাড়ির পাশে খেলা করছিলো। এসময় একই এলাকার পাশের বাড়ির বেলালের ছেলে ভ্যান চালক শান্ত (১৫) শিশুটিকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
 
এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছু‌টে অাস‌লে পালিয়ে যায় শান্ত। পরে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৮টার দিকে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টায় চিকিৎসা শুরু হয় শিশুটির।
 
স্বজনরা জানান, ঘটনার পর থেকেই রক্তক্ষরণ হচ্ছিলো তার। রাতে চিকিৎসা শুরুর পর সেই অবস্থার খানিকটা উন্নতি হয়েছে। তারা জানান, ৬ বছর বয়সী শিশুটি এ বছরই বাড়ির পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে ভর্তি হয়েছি‌লো।
 
শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শান্তকে আটকে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত অা‌ছে।