টাঙ্গাইলে চাকরীর বাজারের চাহিদা ও প্রয়োজনীয় প্রস্তুতি বিষয় সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮ | ৪৪৬

‘হাতে কলমে শিক্ষা নিন সবার মুখে অন্ন দিন’ এই শ্লোগান কে সামনে নিয়ে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দেন শিক্ষর্থীরা। টাঙ্গাইলে দেশ-বিদেশে বর্তমান চাকরীর বাজারের চাহিদা ও প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে সেমিনার পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের আয়োজনে ও বিডিজবস ডট কম (নফলড়নং.পড়স) এর সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিল্প ও আইসিটি) মো. আশরাফুল মমিন খান, টাঙ্গাইল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যালের বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হাসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহাদাত আলী, টাঙ্গাইল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যালের বিভাগীয় প্রধান (নন টেক) জাফরিনা আক্তার খানম, টেলি কম এর বিভাগীয় প্রধান প্রকৌশলী নূরুন্নাহার বেগম, ইলেকট্রনিক্স এর বিভাগীয় প্রধান প্রকৌশলী এনায়েত করিম, কন্সট্রাকশন এর বিভাগীয় প্রধান প্রকৌশলী কামরুল হাসান, ইন্সট্রাক্টর (কম্পিউটার) এর বিভাগীয় প্রধান মোহাম্মদ হযরত আলী প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. সাইফুল ইসলাম ও জুনিয়র ইন্সট্রাক্টর (নন টেক) অনামিকা সাহা। এসময় তিন শতাধিক টাঙ্গাইল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সেমিনারে অংশ গ্রহন করেন।