টাঙ্গাইলে আশা এনজিও’র সদস্যদের মাঝে স্বাস্থ্যসেবা ও ফলজ গাছ বিতরণ


টাঙ্গাইলে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এনজিও এর অনিয়মিত সদস্যদের সাথে মতবিনিময়, বিনামুল্যে স্বাস্থ্যসেবা ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার টাঙ্গাইল সদর আশা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ মেহেদী হাসান, জেলার ডিএম আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল অঞ্চলের আরএম বিনয় কৃষ্ণ রায়, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট প্রদীপ চন্দ্র মৌলিকসহ ও টাঙ্গাল-১, ২ ও ৩ ব্রাঞ্চের বিএম, এবিএম কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে অনিয়মিত সদস্যদের সাথে মতবিনময়ের পাশাপাশি ৫০ জন সদস্যকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও ফলজ গাছের চারা বিতরণ ও ৬ জন সদস্যকে ১৪ হাজার ৫শ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।