নন্দীগ্রামে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৭ পিএম, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮ | ৪১৩

বগুড়ার নন্দীগ্রামে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাতে থানার ওসি মো: নাসির উদ্দিনের নেতৃত্বে এসআই খোকন সঙ্গীয় ফোর্স নিয়ে নন্দীগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মাদক আইনে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ জাকির হোসেন (৩২) কে গ্রেফতার করে।

সে পৌরশহরের মৃত আব্দুল হাকিমের ছেলে। নন্দীগ্রাম থানার ওসি মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যাক্তিকে বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে ।