নাগরপুরে ছাত্রী ধর্ষন ঘটনায় সেই নেতা গ্রেফতার


টাঙ্গাইলের নাগরপুরে স্কুল ছাত্রী ধর্ষন ঘটনায় দায়ের করা মামলায় অবশেষে ধর্ষক সেই নেতা মোঃ সাজ্জাত হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে উপজেলার দপ্তিয়র বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে ও দপ্তিয়র ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। নাগরপুরে নেতার বিরুদ্ধে অষ্টম শ্রেণীর ছাত্রীকে (১৫) ধর্ষনের অভিযোগ সংক্রান্ত খবর মঙ্গলবার দৈনিক একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলে প্রশাসনে তোলপাড় শুরু হয়। পরে এ দিন ( মঙ্গলবার ) দুপুরে নাগরপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোহাম্মদ মাইন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল জালাই গ্রাম পরিদর্শন করেন এবং ওই রাতেই ধর্ষককে গ্রেফতার করেন।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, স্কুল ছাত্রী ধর্ষন ঘটনায় সাজ্জাতকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে বয়স নির্ধারন ও ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেলে প্রেরন করা হয়েছে। উল্লেখ্যঃ নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের জালাই গ্রামের রশিদ সিকদারের মেয়ে ও স্থানীয় আলহাজ্ব আইন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী (১৩) কে একই গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে সাজ্জাত হোসেন (৩২) শনিবার রাতে মোবাইল ফোনে ডেকে আনে।
পরে তাকে পার্শ্ববর্তী তোতা সিকদারের বাশবাগানে নিয়ে হাত পা বেধে ধর্ষন করে পালিয়ে যায়। মঙ্গলবার ধর্ষিতা নিজে বাদী হয়ে নাগরপুর থানায় মামলা করেন।