মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণে এক শিশু নিহত


রাজধানীর মিরপুরের একটি বাসায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের পর আগুনে এক শিশুর মৃত্যু হয়েছে। মারাত্মক দগ্ধ হয়েছেন শিশুটির মা-বাবা। আশঙ্কাজনক অবস্থায় তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার রাতে মিরপুর-১১ এর ৪ নম্বর সড়কের একটি পাঁচতলা বাড়ির নিচতলার গ্যাসপাইপ লাইন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ভবনের কেয়ারটেকার মানিক ও তার স্ত্রী-সন্তান মারাত্মক দগ্ধ হন।
শব্দ শুনে তাদের উদ্ধারে ছুটে আসেন প্রতিবেশীরা। ভবনের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে উদ্ধার তৎপরতা শুরু করার চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে অসহায় হয়ে পড়েন তারা।
খবর পেয়ে দ্রুত ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারা। তবে হাসপাতালে নেয়ার পরই মারা যায় এক বছর বয়সী শিশু তামিম।
ফায়ার সার্ভিস বলছে, গ্যাসলাইনের লিকেজ থেকে সিগারেটের আগুনে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিস্ফোরণের খবর শুনে ঘটনাস্থলে আসেন সংসদ সদস্য। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
হাসপাতাল সুত্রে জানা গেছে, দগ্ধ মানিকের শরীরের পঁচানব্বই শতাংশ এবং তার স্ত্রী মীনার শরীরের আশি শতাংশ পুড়ে গেছে।