ঝিনাইদহে উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে
গ্রামীণ নারী ও কিশোরীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


ঝিনাইদহে গ্রামীণ নারী ও কিশোরীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিন ব্যাপী শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করে ওয়েলফেয়ার এফোর্টস (উই) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এতে সদর উপজেলার বিভিন্ন গ্রামের ২ শতাধিক নারী অংশ নেয়। আয়োজন করা হয় দৌড় প্রতিযোগিতা, ভারসাম্য রক্ষা, চেয়ার সিটিং, গুপ্তধন উদ্ধারসহ নানা অবলুপ্ত খেলার। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, উজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, আমেনা খাতুন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, উইন্স এর নুরুন্নাহার কুসুম, ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর নিবাহী পরিচালক শরিফা খাতুন, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষাণী লাভলী ইয়াসমিন।