ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:০২ পিএম, রোববার, ২২ এপ্রিল ২০১৮ | ৫৭৭

ময়মনসিংহে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন।

পুলিশ জানায়, রোববার সকালে ভালুকার নিশিন্দা এলাকায় ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের যাত্রী আবদুল কাদের নিহত হন। 

এ ঘটনায় তার দু্ই ছেলেসহ ৪ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে জুয়েল নামে তার এক ছেলে মারা যায়। আহত অপর ৩ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।