টাঙ্গাইলে ভুয়াপুরে এইচএসসি ভুয়া প্রশ্নপত্র ফাঁসে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩১ এএম, রোববার, ২২ এপ্রিল ২০১৮ | ৫১৫

টাঙ্গাইলের ভুয়াপুররে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস  চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করছে টাঙ্গাইল র‌্যাব-১২ ।তাকে ভুয়াপুর  উপজেলার অলোয়া ইউনিয়নের আমুলা দেহভরট্ট গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সে আমুলা দেহভরট্ট গ্রামের  মোঃ নুরুল ইসলাম এর ছেলে মোঃ আহাদুল ইসলাম আসিফ (১৯) ৷ রবিবার র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানির কমান্ডার রবিউল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

রবিউল ইসলাম বলেন, কিছু দুষ্কৃতিকারী চক্র সামাজিক যোগাযোগের মাধ্যমে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রদানের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে ভুয়াপুর  উপজেলার আমুলা দেহভরট্ট গ্রামে অভিযান চালিয়ে শনিবার রাতে আহাদুল ইসলাম আসিফকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসে ব্যবহৃত মোবাইল ফোন ও ১৫ টি প্রশ্নপত্রের স্ক্রীনশর্ট এর ছবি জব্দ করা হয়।

তিনি বলেন, আটক আহাদুল ইসলাম আসিফকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে যে, সে মিথ্যা প্রশ্নপত্র ফাঁসকারী গ্রুপের একজন সক্রিয় সদস্য। সে আরো জানায় যে, ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে গ্রুপ তৈরি করে।

তার ব্যবহৃত মোবাইলে Facebook Messenger,  HSC Question 2018, comilla victorians Club,জিসান চৌধুরী ,EXAM Helping Center,বুদ্ধিমান বলদ, PSC. JSC. SSC.HSC, EXAM Helping Center এবং সুলতানা মারিন গ্রুপ হতে সাজেশন এবং প্রশ্নপত্র সংগ্রহ করে টাকার বিনিময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র দিবে মর্মে শিক্ষার্থীদের নিকট হতে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করেছে। সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য মিথ্যা প্রশ্নপত্র প্রস্তুত ও প্রকাশ করে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছিল।

চলতি এইচএসসি পরীক্ষা শুরুর পর থেকে র‌্যাব-১২ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের একাধিক সদস্যকে ইতোমধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে তিনি জানান।