ককটেল হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার না করলে

উত্তরবঙ্গ অচল করে দেয়া হবে-ভিপি সাইফুল

খালিদ হাসান
প্রকাশিত: ০৬:২৭ পিএম, শনিবার, ২১ এপ্রিল ২০১৮ | ৪১২

বগুড়া জেলা যুবদল সভাপতি ও কাউন্সিলর সিপার আল বখতিয়ারকে হত্যার উদ্দেশ্য তাঁকে লক্ষ্য করে স্বসস্ত্র-ককটেল হামলার ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনলে উত্তরবঙ্গ অচল করে দেয়া হবে।

এ ঘটনার মূল হোতারা যত বড়ই শক্তিধর হোক না কেন তাদেরকে যুবদল প্রতিহত করতে জানে। রাজনৈতিকভাবে সিপারকে পরাস্ত করতে না পেরে সরকার দলীয় ক্যাডাররা এখন গুপ্ত হামলায় মেতে উঠেছে বলে মন্তব্য করে বগুড়া জেলা বিএনপির সভাপতি
ভিপি সাইফুল ইসলাম বলেন, তাঁর জনপ্রিয়তায় ঈর্ষা হয়েই নোংরা রাজনীতি করছে আ’লীগের কতপিয় সন্ত্রাসীরা।

শনিবার (২১ এপ্রিল) বিকেলে দলীয় কার্যলয়’র সামনে সিপারকে হত্যা প্রচেষ্টাকারীদের গ্রেফতার দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম খাদেম, বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সিনিঃ সহ-সভাপতি ফজলুল বারী বেলাল, যুগ্মসম্পাদক এম.আর.ইসলাম স্বাধীন, মাহবুর রহমান বকুল, শেখ তাহা উদ্দিন নাইন, মেহেদী হাসান হিমু, সদর উপজেলা যুবদল সভাপতি রাফিউল ইসলাম রুবেল, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ার হোসেন সান্টু, শহর যুবদল’র সিনিঃ নেতা জহুরুল ইসলাম ফুয়াদ।

এসময় উপস্থিত ছিলেন মাহফুজুল হক টিকন, আঃ মান্নান, আজমল হুদা সহিদ, আবু বক্কর সিদ্দিকী রিপন, মামুন, লিটন, ফিরোজ, নজরুল ইসলাম, মহরর হোসেন টপিন, হিটলু, আলাল, জালাল, শামীম হোসেন, সেলিম, জিল্লুর, রুহুল আমিন, মানিক, মামুন, সাজন, খান আলতাফ, ইঞ্জিঃ আপেল, মিনহাজ্ব নান্নু, রনি মন্ডল, রানা, মাহবুব, ত্বনি, সঞ্জয়, মমি, হাসান, মুন্না, মিলন, বাপ্পি, আলমগীর, আঃ মান্নান, চেরু, মোনা, পারভেজ, ফারুক, বারী, জুম্মন, শাহ-আলম, রিগ, শাকিল, বিপ্লব, সুলতান, হারুণ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।