ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড রেখে ভারতে অধ্যাদেশ জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২৫ পিএম, শনিবার, ২১ এপ্রিল ২০১৮ | ৪৬০

ভারতে ক্রম বর্ধমান শিশু ধর্ষণ ঠেকাতে দেশটির কেন্দ্রীয় সরকার মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি অধ্যাদেশে অনুমোদন দিয়েছে। এটিকে শিশুদের ওপর যৌন নির্যাতনের বিরুদ্ধে মোদি সরকারের কঠোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শনিবার (২১ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঁচ দিনের বিদেশ সফর শেষে দেশে ফেরার কয়েক ঘন্টার মধ্যে মন্ত্রীসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অনুমোদিত এ অধ্যাদেশ অনুযায়ী ১২ বছরের কম বয়সী শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড।

সম্প্রতি ভারতের জম্মু ও কাশ্মীরে আট বছরের এক শিশুকে অপহরণ, ধর্ষণ ও হত্যার ঘটনায় ভারতজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে ভারতের নারী ও শিশু বিষয়ক মন্ত্রী মানেকা গান্ধী গত সপ্তাহে শিশু ধর্ষণ প্রতিরোধে আইন পরিবর্তনের আভাস দিয়েছিলেন।