পাঁচবছর পর আরব আমিরাত কর্মী নিতে যাচ্ছে বাংলাদেশ থেকে


পাঁচ বছর বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে কর্মী নিয়োগ শুরু হতে যাচ্ছে। ২০১৭ সালে আরব আমিরাতের আইনে পরিবর্তন আনা হয়েছে যার প্রেক্ষিতে ১৯টি ক্যাটাগরিতে কর্মী নেয়া হবে সেখানে। এ বিষয়ে বুধবার দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই করা হয়।
এ বিষয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নমিতা হালদার বিবিসিকে জানান, তাদবির নামের নতুন একটি এজেন্সির মাধ্যমে এই ১৯টি ক্যাটাগরিতে আরব আমিরাতে কর্মী নিয়োগ করা হবে। এই সংস্থাটি সরাসরি আরব আমিরাতের হিউম্যান রিসোর্স ও এমিরেটাইজেশন মন্ত্রণালয়ের অধীনে কাজ করবে।
এই বিষয়ে বিবিসি বাংলার ফেসবুক পেইজে কমেন্ট করেছেন অনেকে।অনেকে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও প্রবাসীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে সরকারের পদক্ষেপ ও কার্যক্রমের সমালোচনাও করেছেন অনেকে।