মির্জাপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২২ পিএম, রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২০ | ৫৩৮

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহধর্মিনী সালমা আক্তার শিমুল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার সকাল সাড়ে দশটার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. কামরুল হাসানের নিকট মনোনয়নপ্র জমা দেন।

এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, পৌর আওয়ামী লীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান জহিরুল হক, ্উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহরুল ইসলাম শিপলু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ।

এদিকে মনোনয়নপত্র সংগ্রহকারী সাবেক মেয়র মোশারফ হোসেন মনি তার মনোনয়ন ফরম জমা দিবেন না বলে জানিয়েছেন। অন্যকোন দলের প্রার্থীর পক্ষে এখনো কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। সেক্ষেত্রে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সালমা আক্তার শিমুলের বিনা প্রতিদ্বন্দিতায় মেয়র নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ, আগামীকাল ১৪ সেপ্টেম্বর বেলা তিনটায় রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. কামরুল হাসানের কার্য়ালয়ে মনোনয়নপত্র বাছাই হবে। একাধীক প্রার্থী হলে সেখেত্রে আগামী ১০ অক্টোবর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।