মধুপুরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু


বন্ধুদের সাথে মোটরসাইকেল রেস করতে গিয়ে টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মধুপুর উপজেলার টেলকি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আজ দুপুরে ময়মনসিংহ থেকে ফেরার পথে মধুপুরের বনাঞ্চলের টেলকি এলাকায় কয়েক যুবক নিজেদের মধ্যে মোটরসাইকেল প্রতিযোগীতা চালাচ্ছিলো।
এসময় মোটরসাইকেলের চাকা পিছলে গেলে সোহাগ নামের এক চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। সে টাঙ্গাইল সদর উপজেলার হাজরাঘাট এলাকার মো: মজনু মিয়ার ছেলে।
এই ঘটনায় গুরুত্বর আহত মোটর সাইকেলের অপর আরোহী হিমেল (২৪) কে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল মেডিকেল কলেজে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে মির্জাপুর এলাকায় তার মৃত্যু হয়। হিমেল সদর উপজেলার হাজরাঘাট এলাকার লিয়াকত আলীর ছেলে।