টাঙ্গাইলে একুশে টেলিভিশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৯ এএম, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮ | ৪৯৯

টাঙ্গাইলে একুশে টেলিভিশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন (এমপি)।

শনিবার সকাল ৮টায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে একুশে টেলিভিশনের জন্মদিনের কেক কেটে আনন্দ উৎসবের উদ্বোধন করা হয়।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌরশাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল) 'সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, মানবাধিকার নের্তৃবৃন্দ, সুধীজন ও তাদের পরিবারবর্গ।