মিঠাপুকুরে যুব বাজেট মনিটরিং বিষয় কর্মশালা


রংপুরের মিঠাপুকুর উপজেলায় আরডিআরএস বাংলাদেশ এর এম্পাওয়ার ইয়ূথ ফর ওয়ার্ক প্রজেক্টের এর আয়োজনে যুব বাজেট মনিটরিং বিষয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বলদীপুকুরে ইসলামিক রিলিফ অফিস হল রুমে সারাদিন ব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সারাদিন ব্যাপি কর্মশালায় যুবনীতি,যুব বাজেট ও যুব কাউন্সিল নানাবিধ বিষয়ে আলোচনা করেন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক এবং অক্সফার্ম বাংলাদেশ এর প্রতিনিধি তশিবা কাশেম।
এছাড়া এম্পাওয়ার ইয়ূথ ফর ওয়ার্ক প্রজেক্টের মিঠাপুকুর উপজেলার প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপক চন্দ্র নাথ, টেকনিক্যাল কর্মকর্তা নুরুন্নাহার পারভীন, প্রজেক্ট ফ্যাসিলেটর শাহনাজ পারভীন,শেফালী বেগম,আহসানউল্লা ও বেলাল হোসেন উপস্থিদ ছিলেন।
দিনব্যাপী এই কর্মশালায় মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ,লতিফপুর,কাফ্রিখাল ও রানীপুুকুর এই চারটি ইউনিয়নের ২৫জন,তারাগঞ্জ উপজেলার দুইজন এবং কাউনিয়া এলাকার একজন যুব অংশগ্রহণ করেন।
কর্মশালায় যুবরা নানাবিধ সমস্যা ও সমাধানের উপায় সম্পর্কে ধারণা গ্রহণ করেন।এছাড়া তরুণ উদ্যোক্তা হওয়ার কৌশল ,পদ্ধতি ও সহজ সুধে ঝণ কার্যক্রমের বিষয় জানতে পারেন।