নববর্ষে মির্জাপুর প্রেসক্লাবে ভিন্নধর্মী আয়োজন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২১ পিএম, রোববার, ১৫ এপ্রিল ২০১৮ | ৪৬৪

আজ প্রাণ-রে মিলাও প্রাণের সাথে, এই শ্লোগানে সাংবাদিক পরিবারের সদস্যদের নিয়ে পারিবারিক মিলন মেলার মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপন করেছে মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।

শনিবার সন্ধায় সাংবাদিক পরিবারবর্গের সদস্যদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, র‌্যাফেল এবং রাতের খাবার আয়োজনের মধ্যদিয়ে প্রেসক্লাব মিলনায়তন পারিবারিক মিলন মেলায় পরিনত হয়। অনুষ্ঠানে মির্জাপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক আমন্ত্রিত অতিথি হিসেবে স্ত্রী ও শিশু সন্তান নিয়ে যোগদেন।

পারিবারিক এ আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা হয়। প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল মোহসীন শিপনের সঞ্চালনায় নববর্ষকে বরণ ও আয়োজনের প্রশংসা করে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর থানা অফিসার্স ইনচার্জ এ কে এম মিজানুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এর আগে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেলী, ওসি মিজানুল হক নববর্ষের কবিতা আবৃত্তি করেন। এছাড়া ও সাংবাদিক পরিবারের শিশু সদস্যরা গান পরিবেশন করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিক পরিবারের সদস্য প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদের ছেলে সাদিদের জন্মদিন উপলক্ষে কেককাটা হয়। রাতের খাবার খাওয়ার মধ্যদিয়ে বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত পারিবারিক এ মিলন মেলার সমাপ্তি ঘটে।