টাঙ্গাইল সদর উপজেলার ইউপি নির্বাচন : যাদের হাতে এলো আ’লীগের নৌকা

স্টার্ফ রির্পোটার
প্রকাশিত: ১০:৫৬ এএম, বুধবার, ২৪ নভেম্বর ২০২১ | ৬৪১

দেশে প্রথম ও দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সস্পন্ন হয়েছে। তৃতীয় ধাপের নির্বাচন আগামী ২৮ নভেম্বর। চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী মাসের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে টাঙ্গাইল সদর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এতে ৮ ইউনিয়নে আ’লীগের প্রার্থীও চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

এ নিয়ে গত সোমবার (২২ নভেম্বর) বিকেলে গণভবনে আয়োজিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক মুলতবি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে নৌকার মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।
 
এ উপজেলায় ৮ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের ২ নৌকার প্রার্থীকে এবার পরিবর্তন করা হয়েছে। বাকি ৬ জনের মধ্যে ৪ জন বর্তমান চেয়ারম্যানই পেয়েছেন নৌকা। আর গত নির্বাচনে নৌকা পেয়েও জয়লাভ করতে পারেনি ২ জনকে এবারও নৌকার মনোনয়ন দেয়া হয়েছে। নৌকার ২ নতুন মুখ হলেন- সোলায়মান হোসেন (দইন্যা), ঘারিন্দা ইউনিয়নে জেলা ছাত্রলীগ নেতা হোসাইন সাদাব অন্তু, ৪ জন বর্তমান চেয়ারম্যান যারা এবারও নৌকার মনোনয়ন পেয়েছেন তারা হলেন- হুগড়া ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, করটিয়া ইউনিয়নে খালেকুজ্জামান চৌধুরী মজনু, মগড়া ইউনিয়নে আজাহারুল ইসলাম, গালা ইউনিয়নে রাজকুমার সরকার। এছাড়া গত নির্বাচনে নৌকা পেয়েও জয়লাভ করতে পারেনি ২ জনকে এবারও নৌকার মনোনয়ন দেয়া হয়েছে। তারা হলেন- পোড়াবাড়ী ইউনিয়নে ফজলুজ্জামান রশীদ ও বাঘিল ইউনিয়নে এস এম মতিয়ার রহমান।

এদিকে, উপজেলার ৮ ইউনিয়নের আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পাওয়ায় আট প্রার্থীর নেতাকর্মীরা এলাকায় সোমবার রাতেই আনন্দ-উল্লাস, মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। অনেকের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন। এখন নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের আমেজ। চা স্টল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও প্রচারণার কমতি নেই তাদের। মনোনয়ন পাওয়ার পরপরই ফেসবুকে নৌকা প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রার্থীদের নেতাকর্মীরা। নৌকার বিজয়ের লক্ষ্যে ফেসবুকেও ভোট প্রার্থনা ও দোয়া চেয়েছেন নেতাকর্মীরা