টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের

৯৭ব্যাচের ছাত্রদের ২০বর্ষপূর্তি ও পূনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭ | ৮৭২

টাঙ্গাইলের সেরা বিদ্যাপীঠ বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ সালের এসএসসি ব্যাচের ছাত্রদের ২০বছর পূর্তি ও পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৪ সেপ্টেম্বর রবিবার ঈদের তৃতীয় দিন ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গনে বেলা সাড়ে দশটায় বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন (এমপি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও প্রাক্তন শিক্ষকগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল করিম।

দিনটি প্রাক্তন ছাত্র ও তাদেও পরিবারের সদস্যদেও মিলন মেলায় পরিনত হয়। দিনব্যাপী ওই অনুষ্ঠানের উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুতপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এরপর প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারন, পরিবারের সকলের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা, সন্ধ্যায় আতশবাজি, ফানুষ উড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেগা র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

এর পূর্বে ঈদের ২য়দিন ক্রিকেট টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। ’৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্ররা বলেন, বন্ধুত্ব আর ভালোবাসা দিয়ে, ’৯৭ এর ব্যাচ ঐক্যবদ্ধ হয়ে, মানুষের কল্যানে এগিয়ে যেতে চাই। টাঙ্গাইলকে আরো সমৃদ্ধ করতে চাই।