২০১৮ এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে


গত এশিয়া কাপের পরই জানানো হয়েছিল ২০১৮ সালের আসরটি হবে ভারতে। কিন্তু পাকিস্তান-ভারতের রাজনৈতিক টানা পোড়েনের কারণেই ভেন্যু বদল হল আসন্ন এশিয়া কাপের। ভারত থেকে সরিয়ে নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
এর আগে ২০১২, ২০১৪ এবং ২০১৬ টানা তিন বার এশিয়া কাপ অনুষ্ঠিত হয় বাংলাদেশে। আয়োজক হিসেবেও দশে ১০ পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ বছর ১৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। এশিয়া কাপের আসন্ন আসরের যৌথ আয়োজক ভারত ও শ্রীলংকা। আইসিসির টেস্ট মর্যাদা পাওয়া ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা ক্রিকেট দল এশিয়া কাপে সরাসরি অংশ নেবে।
আইসিসির সহযোগী সদস্য দল সংযুক্ত আরব আমিরাত, নেপাল, হংকং এবং ওমান ক্রিকেট দলকে বাছাইপর্বের বাধা টপকে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করতে হবে।