ভিন্নর্বাতা ডটকম এ প্রকাশিত ভিত্তিহীন সংবাদ ও পোষ্টারিং এর প্রতিবাদ
বিগত ৮ই এপ্রিল প্রকাশিত সংবাদ প্রসঙ্গে প্রতিবাদ স্বরুপ জানানো যাচ্ছে যে ভিন্নর্বাতাডটকম অনলাইন র্পোটালে শিরোনাম ‘হিন্দু সম্প্রদায়ের আদিম মন্দিরটি সভাপতির দখলে’ প্রকাশিত ভিত্তিহীন সংবাদটি সম্পন্ন উদ্দেশ্য প্রনোদিত এবং আমার পরিবারকে হেয় করার ষড়যন্ত্র ।
ভিন্নর্বাতাডটকম উক্ত সংবাদটি বিগত ৯ই এপ্রিল ভুল বুঝিতে পারিয়া তাহা প্রত্যাহার করে নেয় র্পোটাল থেকে।
ষড়যন্ত্রকারী সুজিত সাহা (পিতা রতন কুমার সাহা) উদ্দেশ্য প্রনোদিত হয়ে আমার পরিবারের মানহানি করিতেছে। এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করে আমি বিগত ৭ তারিখ এর ঘটনার ব্যাপারে আজ আইন গত ব্যবস্থা গ্রহন এর জন্য পুলিশ সুপার মহাদয়ের সহযোগিতা কামনা করি। বর্তমানে তা প্রক্রিয়াধীন।
