মালয়েশিয়ার জাতীয় নির্বাচন আগামী ৯ মে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ এএম, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮ | ৪৪৭

মালয়েশিয়ার জাতীয় নির্বাচনের তারিখ আগামী ৯ মে ধার্য করা হয়েছে। এ নির্বাচনে দেশটির বিতর্কিত প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের দীর্ঘদিনের ক্ষমতাসীন জোটকে সাবেক প্রবীণ নেতা মাহাথির মোহাম্মাদের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে। 

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ হাশিম আব্দুল্লাহ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আগামী ৯ মে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।’