কলেজ ছাত্রী রূপার ধর্ষণ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে

ধনবাড়ী মানবাধিকার কমিশনের র‌্যালী মানববন্ধন ও স্বারকলিপি প্রদান


প্রকাশিত: ০৫:১১ পিএম, বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০১৭ | ৫২৫

কলেজ ছাত্রী রূপার ধর্ষণ ও হত্যাকারীদেও ফাঁসির দাবিতে ধনাড়ী মানবাধিকার কমিশন আজ  ধনবাড়ী-জামালপুর-ঢাকা মহাসড়কে র‌্যালী শেষে এক ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে।মানববন্ধন শেষে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান,ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এর নিকট স্বারকলিপি দেন।


উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন-বাংলাদেশ মানবাধিকার কমিশনের ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি ড. আজাদ খান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ধনবাড়ী উপজেলা শাখার উপদেষ্টা সংবাদিক হাফিজুর রহমান,সাধারন সম্পাদক মো.শহিদুল্লাহ ,আইন বিষয়ক সম্পাদক জীবন মাহমুদ শক্তি, মো. আশরাফুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদিকা আমিনা বেগম, আলহাজ মো. আজিজুর রহমান,মোছাঃ কল্পনা বেগম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন পৌর শাখা,ইউনিয়ন শাখা’র সকল মানবাধিকার কর্মীরা।


স্বারকলিপি গ্রহনের সময় ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার শামীম আরা রিনি এঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সারা দেশেই ধর্ষণ বেড়ে চলেছে। নারী জাগরণের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।

রূপাকে নির্মম ভাবে ধর্ষণের পর ঘাড় মটকে হত্যা করেছে তার ধর্ষন ও হত্যাকারীদের ফাসির দাবিতে ধনবাড়ী মানবকাধিকার কমিশন যে প্রতিবাদী ভূমিকা পালন করছে তাদের কে স্বাগত জানাই। এবং কী আমরাও তাদের উপযুক্ত দৃষ্টমূলক শাস্তি দাবি করছি।


ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বেলাল বলেন, ধনবাড়ী মানবকাধিকার কমিশন রূপাকে নির্মম ভাবে ধর্ষণের পর ঘাড় মটকে হত্যা করেছে তার ধর্ষক ও হত্যাকারীদের ফাসির দাবিতে যে স্বারকলিপি দিয়েছে তার সাথে আমরাও বিচার দাবি করে বলতে চাই যে, রূপার ধর্ষক দের এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে আর কোন রূপাকে এ রকম ধর্ষণ নির্যাতনের বলি না হতে হয়।


ধনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান বলেন, রূপার ধর্ষক ও হত্যাকারীদের পুলিশ গ্রেপ্তার করেছে। তারা আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। তারা আইনের কাছে ছাড় পাবে না। আমরাও এ ঘটনার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।